আমাদের সম্পর্কে

     আমরা বিগত কয়েক বছর ধরে কৃষি ব্যবস্থার সাথে বিভিন্ন বিষয়ের সংযোগ ঘটিয়ে পরম্পরা কৃষির থেকে অভিমুখ ঘুরিয়ে আধুনিক কৃষির দিকে কৃষকদের ঝোক বাড়ানোর প্রচেষ্টা করছি। আমরা উপলব্ধি করতে পারি যে কৃষকের আয় বৃদ্ধি করতে হলে কৃষিকার্যের সাথে নতুন কিছু সংযোজন ঘটানো প্রয়োজন।  এই কারণে কৃষি ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি তা আমরা আলোচনা করেছি । কৃষকদের মাঝে কৃষি সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করছি। 

আমরা কৃষকের স্বাস্থ ও পারিবারিক আয় বৃদ্ধি এবং পরিবেশের কথা  কথা মাথায় রেখে পরিবেশবান্ধব চাষ জৈব কৃষির দিকে কৃষক কে উৎসাহিত করার চেষ্টা করছি বিভিন্ন প্রশিক্ষণ তথ্যের মাধ্যমে। 

পারিবারিক আয় বৃদ্ধির জন্যে পশুপালন  এবং মৎস পালন এর দিকে কৃষকদের সংযোগ বাড়ানোর কাজ করছি বিভিন্ন প্রশিক্ষণ তথ্য উপস্থাপনের মধ্য দিয়ে। আমাদের  কৃষকদের সাফল্য গল্প গুলো কৃষকদের মাঝে তুলে ধরছি এতে তারা অনুপ্রাণিত হচ্ছে। 

ভেষজ চাষের দিকে কৃষকদের যুক্ত যুক্ত করে বাণিজ্যিক লাভের দিকে এগিয়ে যেতে উৎসাহিত করছি। ফল চাষের দিকে ঝোক বাড়ানোর চেষ্টা করছি তাদের অর্থনৈতিক  অবস্থাকে মজবুত করার জন্যে। 

প্রাকৃতিক দুর্যোগ বা বাজার মন্দার কারণে কৃষকদের ক্ষতির সম্মুখীন হতে না হয় যেন সে কারণে তাদের সমন্বিত কৃষি বিষয়ে পরামর্শ দিচ্ছি। সরকরি বিভিন্ন প্রকল্পগুলি তাদের সামনে তুলে ধরারচেষ্টা করছি। কৃষকরা সরকারি সুবিধা গুলি তাদের কৃষিকাজে সংযুক্ত করে আরো এগিয়ে যেতে পারে। বাণিজ্যিক প্রসারের জন্যে কৃষি পণ্য তৈরী এবং সংগঠন তৈরির বেপারে পরামর্শ এবং সহযোগিতার চেষ্টা করছি। 

নারী উদ্যোক্তা তৈরীর জন্যে পশুপালনের সাথে মাশরুম চাষের দিকে ঝোক বাড়ানোর চেষ্টা করছি সেই সাথে বেকার শিক্ষিত যুবক যুবতীদের কৃষিতে আগ্রহী হবার জন্যে ,ভালো দাম পাওয়ার জন্যে বিভিন্ন পদ্ধতির কথা তুলে ধরার চেষ্টা করছি। 

বিগত কয়েকবছরে হাজার হাজার কৃষক কে আধুনিক কৃষির দিকে সংযোগ ঘটিয়ে তাদের পরিবারের আয় বৃদ্ধির  কাজ করে চলেছি।