ফসফেট দ্রবণকারী ব্যাক্টেরিয়া (পি.এস.বি) কি ? ফসল উৎপাদনে পি.এস.বি জীবাণু সার এর ব্যবহার

Didibhai Agrofarm
0
ফসফেট দ্রবণকারী ব্যাক্টেরিয়া হল মাটিতে বসবাসকারী একটি মুক্তজীবি জীবাণু। এরা সুস্থ মাটিতে স্বাধীনভাবে বাঁচতে পারে এবং বংশবিস্তার করতে পারে। মাটির মধ্যে প্রচুর পরিমাণে ফসফেট, আবদ্ধ বা অদ্রবণীয় অবস্থায় থাকে৷ এই ফসফেট উদ্ভিদ গ্রহণ করতে পারে না।


ফসফেট দ্রবণকারী ব্যাক্টেরিয়া হল মাটিতে বসবাসকারী একটি মুক্তজীবি জীবাণু। এরা সুস্থ মাটিতে স্বাধীনভাবে বাঁচতে পারে এবং বংশবিস্তার করতে পারে। মাটির মধ্যে প্রচুর পরিমাণে ফসফেট, আবদ্ধ বা অদ্রবণীয় অবস্থায় থাকে৷ এই ফসফেট উদ্ভিদ গ্রহণ করতে পারে না। ফসফেট দ্রবণকারী ব্যাক্টেরিয়া মাটিতে বসবাস করার সময়, নিজের শরীর থেকে টারটারিক, ফিউমেরিক, ম্যালিক অ্যাসিডের মতো জৈব অ্যাসিড শরীর থেকে নির্গত করে। এই অ্যাসিড মাটিতে আবদ্ধ ফসফেটকে সরল ও দ্রবণীয় করে উদ্ভিদের গ্রহণযোগ্য অবস্থায় এনে দেয়। উপযুক্ত পরিবেশে এই ব্যাকটেরিয়া মাটিতে আবদ্ধ ফসফেটের ২০-৩০ শতাংশ দ্রবণীয় অবস্থায় আনতে পারে এবং ফসলের ১০-২০ শতাংশ ফলন বৃদ্ধি করতে পারে।

১. ব্যবহারে উপযোগী ফসল :-

এই জীবাণুসার যে কোনোও ফসলে ব্যবহার করা যায়। ডাল জাতীয় ফসলে ফসফেটের চাহিদা বেশি। কাজেই এই ব্যাক্টেরিয়া মাটিতে আবদ্ধ ফসফেটকে গ্রহণযোগ্য করে৷ এতে ডালেরও উৎপাদন বাড়ে।

২. কয়েকটি ভালো পি. এস. বি. জাত :-

ক. মেগাটোরিয়াম

খ. ব্যাসিলাস পলিমিক্সা

গ. সিউডোমোনাস স্ট্রেইটা

ঘ. সিউডোমোনাস পুটিডা

৩. বীজে ব্যবহার পদ্ধতি :-

আধ লিটার পরিমাণ ভাতের ঠান্ডা মাড় নিন।

এই মাড়ের সঙ্গে ৩০০ গ্রাম পি. এস. বি. জীবাণুসার মিশিয়ে লেই তৈরি করুন ।

এই লেইয়ের সঙ্গে বিঘা প্রতি যত বীজ লাগবে, তা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তার পর বীজগুলি ছায়ায় শুকিয়ে নিন।

৪. চারায় ব্যবহার পদ্ধতি :-

ক. চারা রোপণের ক্ষেত্রে ১ কেজি পি. এস. বি-র সঙ্গে ১০ লিটার জল মিশিয়ে দ্রবণ তৈরি করুন।

খ. এই দ্রবণে চারাগুলোর শেকড় ১০-৩০ মিনিট ডুবিয়ে রাখুন। তারপর যত শীঘ্র সম্ভব চারাগুলো রোপণ করুন।

গ. মাটিতে প্রয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় জীবাণুসার, কম্পোস্ট সারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। 

ঘ. বীজ বপন চারা রোপণের ২৪ ঘন্টা আগে জমিতে কম্পোস্ট মিশ্রিত জীবাণু সার ছড়িয়ে দিন।

৫. ব্যবহারে সাবধানতা :-

ক . যেদিন বীজ বা চারার সঙ্গে জীবাণুসার মেশানো হবে, সেদিনই ওই বীজ বপন বা রোপণ করতে হবে। 

খ. ধানে ফসফেট দ্রবণকারী ব্যাক্টেরিয়া মিশিয়ে রোপণ করতে হলে, জমি কাদা কাদা থাকতে হবে তবে বেশি জল দাঁড়িয়ে থাকলে চলবে না, পায়ের পাতা ডোবে না এমন জল থাকতে পারে যা ১-২ দিনে টেনে যাবে৷ 

গ. রোপণের ৫-৬ দিন পরে সেচ দেওয়া ভালো।

ঘ.  উঁচু জমির অন্য ফসলের ক্ষেত্রেও (অন্যান্য দানাশস্য) প্রাথমিকভাবে মাটির স্বাভাবিক আর্দ্রতা বা ভিজে ভাব থাকা ভালো কিন্তু বেশি জল জীবাণুর পক্ষে ভালো নয়।

ঙ. কাজ করার সময় জীবাণু মিশ্রণে, অথবা কোনও সময় জীবাণুর প্যাকেটে রোদ বা তাপ লাগলে, জীবাণু মরে যায় ফলে কাজ হয় না। 

চ. দীর্ঘদিন জলে ডুবে থাকা (নীচু ধান জমি) জ মিতে এরা কাজ করতে পারে না। তবে উঁচু ডাঙা ধান জমি, যেখানে ঘন ঘন সেচ দিতে হয়, সেখানে এটা ভালোভাবেই কাজ করে।

ছ. ফসফেট দ্রবণকারী ব্যাক্টেরিয়া ব্যবহারের অন্তত ১ সপ্তাহ আগে বা পরে, রাসায়নিক সার দেওয়া উচিত। জীবাণুসার রাসায়নিক সারের সাথে মিশিয়ে ব্যবহার করা উচিত নয় ।

জ. জৈব সারের সাথে মিশিয়ে ব্যবহার করা যায়।

ঝ. রক্ ফসফেটের সাথে মিশিয়ে ব্যবহার করা যায় ৷


তথ্য সূত্র - ড: বিবেকানন্দ সান্যাল (প্রাক্তন কৃষি আধিকারিক )


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)