ছাগলের রোগ নির্ণয় করে চিকিৎসার সঠিক পরামর্শ দিচ্ছেন পশু চিকিৎসকরা

Didibhai Agrofarm
0
ছাগলের রোগ নির্ণয় করে চিকিৎসার  সঠিক পরামর্শ দিচ্ছেন পশু চিকিৎসকরা




    ছাগল পালন করতে গিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রোগের সম্মুখীন হতে হয়। সঠিক তথ্য না জানার কারণে এবং গ্রামাঞ্চলে পশুচিকিৎসালয়ের ব্যবস্থা অনেক ক্ষেত্রে না থাকার ফলে সামান্য সমস্যা তে ছাগল মারা যায়। যদি চিকিৎসকদের পরামর্শ গুলি জেনে রাখা যায় তবে সমস্যা দেখে সমাধান করা যায় এবং বুঝতে অসুবিধা হলে চিকিৎসকদের পরামর্শ মতো কাজ করলে ক্ষতির হাত থেকে খামার রক্ষা করা যায়।  ছাগল পালনকে লাভবান করে তুলতে হলে প্রাণী চিকিৎসকদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে রাখলে আশা করা যায় ছাগলের রোগের লক্ষণ গুলো বুঝে সমাধান করতে পারলে বড়ো কোনো সমস্যায় পড়তে হবে না। 

    1. ছাগলএর জ্বর হলে কি করণীয় 

    স্বাভাবিক তাপমাত্রা 103 ডিগ্রি ফারেনাইট হলে প্রথম দিন প্যারাসিটামল ইনজেকশন 12 ঘণ্টা অন্তর , জর না কমলে পরের দিন থেকে 2 দিন প্যারাসিটামল (ম্যালকশিকাম নেমসলাইড আইবোজেসিক)+ এন্টিবায়ওটিক (স্ট্রেপটোপেনিসিলিন/এনরোফ্লক্সাসিন/ অক্সি ) ইনজেকশন 12 ঘণ্টা অন্তর  বাচ্চা 1 মিলি এবং বড় 2 মিলি করে  তবে মানুষের প্যারাসিটামল 250  mg চার ভাগের 1 ভাগ বাচ্চাকে এবং বড় কে অর্ধেক দিলেই হবে যদি কম থাকে ।

     2. ছাগলের সর্দি হলে কি করণীয় 

    এন্টি হিষ্টামিন এভিল / জিট 12 ঘণ্টা অন্তর বাচ্চাছাগ বড় ছাগ মিলি করে 

     3. ছাগলের  পাতলা পায়খানা হলে কি করণীয় 

    বাচ্চা ছাগলকে 10mg অর্ধেক এবং বড় কে 5 mg 1 টা ডায়ারক /এসটরিনেক্স /নেবলন দিতে হবে দিনে 3বার 2দিন । তৃতীয় দিন সকালে কৃমির ঔষধ খাওয়াতে হবে ।

      4.ছাগলের পেটে খাদ্য জমা হলে কি করণীয় 

    বাচ্চা ছাগ পিছু ম্যাগ-সালফ 25 গ্রাম +10 গ্রাম আদা 5 গ্রাম জোয়ান এবং বড় ছাগ পিছু ম্যাগ-সালফ 50 গ্রাম +25গ্রাম আদা 2 গ্রাম জোয়ান খাওয়াতে হবে গরম জলে মিশিয়ে 6 ঘণ্টা অন্তর পায়খানা শুরু হওয়া পর্যন্ত ।

     5. ছাগলের পেটে গ্যাস হলে কি করণীয় 

    বাচ্চা ছাগ কে ব্লোটোসিল ব্লোটকণ জেলসিল 25ml করে + অক্সিটেটরসাইক্লিন অর্ধেকটা এবং বড় ছাগ কে ব্লোটোসিল /ব্লোটকণ জেলসিল 50 ml করে + অক্সিটেটরসাইক্লিন টা 

    6. ছাগলের .নিমনিয়া হলে কি করণীয় 

    জ্বর হয়, হলুদ রঙের সর্দি পড়ে । 3-4 দিনপর ঠান্ডা বসে গিয়ে নিমনিয়া হয় । ফুসফুসে জল জমে । নিস্বাসে কষ্ট হয় । এন্টি বায়ওটিক (স্ট্রেপটোপেনিসিলিন  /এনরোফ্লক্সাসিন) ইনজেকশন 8 ঘণ্টা অন্তর 3 দিন । বাচ্চা 1 মিলি ও বড় 2 মিলি । এন্টি হিষ্টামিন ইনজেকশন 12 ঘণ্টা অন্তর 2 দিন ।

    7.ছাগ বসন্ত হলে কি করণীয় 

     ভাইরাস জনিত জর হয় সর্দি পড়ে । শরীর এর নরম অংশে ফোস্কা হয় । 3-4 দিন পর মারা যায়। ক্ষতস্থানে মলম (হিমক্স / সরিন ) লাগাতে হবে এন্টিবায়ওটিক ইনজেকশন 8 ঘণ্টা অন্তর 3 দিন ও এন্টি হিষ্টামীন ইনজেকশন 12 ঘণ্টা অন্তর 2 দিন ।

     8.পেস্টেডেস রুমিনাস (পি পি আর ) হলে কি করণীয় 


    • জর হয় দুর্গন্ধ যুক্ত পূজযুক্ত সর্দি পড়ে ।
    • রক্তবর্ণ চোখ হয় । নিশ্বাস এ কষ্ট হয় ফলে নিমনিয়া হয় ।
    • রক্ত মিশ্রিত দুর্গন্ধ যুক্ত পাতলা পায়খানা হয় ।
    • 3-4 দিন পর মারা যায় । মড়ক দেখা দেয় ।
    • প্রতিকার -এন্টিবায়োটিক ইনজেকশন  8 ঘণ্টা অন্তর 3 দিন । এন্টি হিষ্টামীন ইনজেকশন 12 ঘণ্টা অন্তর 2 দিন ও নরমাল সেলাইন শিরাতে ইনজেকশন করতে হবে ।
    আরও দেখুন -ওয়েস্টার/ঝিনুক মাশরুম চাষ পদ্ধতি -

     9.ছাগলের এসো রোগের  চিকিৎসা

    • ভাইরাস জনিত রোগ পায়ে মুখে ঘা হবে ।
    • প্রতিকার -- দিনে দু বার করে ঘা শুকনো ঔষধ দিতে হবে ।
    • মুখে -- পটাশিয়াম পারমেঙ্গনেট জলে মুখ ধুয়াতে হবে । সোহাগার খৈ জীভে  লাগানো ।
    • পায়ে -- পটাশিয়াম পারমেঙ্গনেট জলে পা ধুয়াতে হবে ।
    • মলম হিমক্স / ডারমানল ঘা এ লাগানো ।
    • রোগের প্রকোপ বেশি হলে এনটিবিয়টিক ইনজেকশন দিতে হবে ।

    10. ছাগলের কি কি টিকা কখন দিতে হয় ?

    • পি .পি. আর .রোগের টিকা --40 দিন বয়সে , 3 মাস বয়সে তার পর প্রতি বছর 
    •  ছাগ বসন্ত রোগের টিকা 75 দিন বয়সে, 4 মাস বয়সে তারপর প্রতিবছর ।
    •  এসো রোগের টিকা । বছরে বার করে ।

     11.ছাগলএর কৃমি হলে কি করণীয় 

    সাধারণ ভাবে যদি যদি বলা যায় , রোগ হয়ে যায় ওজন কমে যায় পাতলা পায়খানা হয় মারা যায় । 

    •  বাচ্চা মাস থেকে মাস বয়সে পাইপার্জিন 2ml মাসে দিন।  

      •  বড় 7 মাস এর উপর albendazole 5 ml দিতে হবে 3 মাস অন্তর

      FAQ(প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্নোত্তর )

      1.ছাগলের সর্দি রোগের চিকিৎসা কি?

      এন্টি হিষ্টামিন এভিল / জিট 12 ঘণ্টা অন্তর বাচ্চাছাগ , বড় ছাগ 2 মিলি করে । 

      2.ছাগলের পেটে গ্যাস হলে কি ঔষধ  খাওয়াতে হবে ?

      বাচ্চা ছাগ কে ব্লোটোসিল ব্লোটকণ জেলসিল 25ml করে + অক্সিটেটরসাইক্লিন অর্ধেকটা এবং বড় ছাগ কে ব্লোটোসিল /ব্লোটকণ জেলসিল 50 ml করে + অক্সিটেটরসাইক্লিন 1 টা। 

      3.ছাগলের পিপি আর রোগের চিকিৎসা কি ?

      রোগ সনাক্ত হলে এন্টিবায়োটিক ইনজেকশন  8 ঘণ্টা অন্তর 3 দিন । এন্টি হিষ্টামীন ইনজেকশন 12 ঘণ্টা অন্তর 2 দিন ও নরমাল সেলাইন শিরাতে ইনজেকশন করতে হবে । 

      4.ছাগলের কি কি টিকা কখন দিতে হয় ?

      ছাগল পালন করলে ছাগলের তিনটি রোগের টিকা নিয়মিত দেওয়া আবশ্যক। 
      1.পি .পি. আর .রোগের টিকা 40 দিন বয়সে , 3 মাস বয়সে তার পর প্রতি বছর দিতে হয় ।
      2.ছাগ বসন্ত রোগের টিকা  75 দিন বয়সে, 4 মাস বয়সে তারপর প্রতিবছর দিতে হয় ।
      3. এসো রোগের টিকা বছরে 2 বার করে দিতে হয় ।


      তথ্য সূত্র -

      পশ্চিমবঙ্গ সরকার প্রাণী পালন বিভাগ । 



      আরও দেখুন -
      1. আধুনিক ছাগল খামার গড়ে তুলতে প্রাণী পালন চিকিৎসকদের গুরুত্বপূর্ণ তথ্য-2022
      2. বিজ্ঞান ভিত্তিক হাসের বাচ্চা ব্রুডিং এবং বাসস্থান নির্মাণ পদ্ধতি
      3. হাসের ৩০ টি প্রধান রোগের লক্ষণ ও তার চিকিৎসা পদ্ধতি এবংহাসের ডাক প্লেগ ,ডাক কলেরা রোগ এর কারণ ও প্রতিকার 
      4. ডিম উৎপাদন বৃদ্ধি কিভাবে হবে ? হাসের ৯০% ডিম উৎপাদন জন্যে করণীয় ফর্মুলা গুলি কি ?
      5. মুরগীপালন পদ্ধতি । মুরগীপালন কিভাব শুরু করব । মুরগীর রোগের কারণ । মুরগীর রোগের চিকিৎসা।
      6. দেশি ,সোনালী ,ব্রয়লার মুরগির ঔষধ ও খাদ্য তালিকা
      7. শুকরের প্রজাতি ,রোগ ,খাদ্য ,বাসথান সম্পর্কে প্রাণী চিকিৎসকদের বিস্তারিত তথ্য
      8. গাভী পালন সম্পর্কে সরকারি পশু চিকিৎসকদের গুরুত্বপূর্ণ পরামর্শ
      9. গরুর রোগ সমাধানে প্রাণী চিকিৎসকদের পরামর্শ
      10. পশুপালকদের জন্য কিষাণ ক্রেডিট কার্ড এর মাধ্যমে লোন দিচ্ছে


      একটি মন্তব্য পোস্ট করুন

      0মন্তব্যসমূহ

      একটি মন্তব্য পোস্ট করুন (0)