পৃথিবীর বৃহত্তম দৈত্যকার কলা গাছ মুসা ইনজেনস

Didibhai Agrofarm
0
পৃথিবীর বৃহত্তম  দৈত্যকার  কলা গাছ মুসা ইনজেনস

কলাগাছ সাধারণত সর্বোচ্চ ৪ মিটার পর্যন্ত দেখা যায় কিন্তু এই কলা গাছ এদের থেকে এক ভিন্ন প্রজাতির। 

এই কলাগাছের সবকিছুই বিশাল আকারের তাই একে দৈত্যকার  কলা বলা হয়ে থাকে এবং এটি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে পৃথিবীর সবচেয়ে বড়ো কলা হিসাবে স্থান পেয়েছে। 

এই কলার নাম মুসা ইনজেনস । এটি ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়ার  নিউগিনি গ্রীষ্মমণ্ডলীয়  পাহাড়ি অঞ্চলে জন্মাতে দেখা যায়। এই কলা গাছের উচ্চতা প্রায় ৩০ মিটার উচ্চতার হয়ে থাকে যা সাধারণ কলাগাছের থেকে ৬ -৭ গুন্ বেশি।  এবং গাছের গোড়ার ব্যাস ২-৩ মিটার   হয়ে থাকে। পাতাগুলো ৫ মিটার পর্যন্ত লম্বা হতে পারে।  গাছের ওজন প্রায় ৬০ কেজির অধিক হয়ে থাকে। একটি কলা ফলের আকার ১৮ ইঞ্চি  হয়ে থাকে প্রায় একটি সদ্যজাত শিশু আকৃতির মতো  । সাধারণ কলার মতোই প্রথমে সবুজ এবং পাকলে হলুদ  হয়। 

আরও দেখুন-জি নাইন কি। জি নাইন কলা চাষ পদ্ধতি। জি 9 কলা চাষের পরিচর্যা। জি ৯ কলা চাষে লাভ -দিদিভাই এগ্রোফার্ম

FAQ (প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্নাবলী) -

1.পৃথিবীর বৃহত্তম কলার নাম কি ?

এই কলার নাম মুসা ইনজেন। এটি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে পৃথিবীর সবচেয়ে বড়ো কলা হিসাবে স্থান পেয়েছে।  

2.পৃথিবীর বৃহত্তম কলা কোথায় হয় ?

এটি ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়ার  নিউগিনি গ্রীষ্মমণ্ডলীয়  পাহাড়ি অঞ্চলে জন্মাতে দেখা যায়।

3.পৃথিবীর বৃহত্তম কলা কত বড়ো হয় ?

এটি  প্রায় ৩০ মিটার উচ্চতার হয়ে থাকে যা সাধারণ কলাগাছের থেকে ৬ -৭ গুন্ বেশি।  এবং গাছের গোড়ার ব্যাস ২-৩ মিটার   হয়ে থাকে। পাতাগুলো ৫ মিটার পর্যন্ত লম্বা হতে পারে।  গাছের ওজন প্রায় ৬০ কেজির অধিক হয়ে থাকে। একটি কলা ফলের আকার ১৮ ইঞ্চি  হয়ে থাক। 

আরও দেখুন

Papaya Farming বাণিজ্যিকভাবে আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ করে লক্ষাধিক টাকা সহজেই আয় করছে প্রগতিশীল কৃষকেরা

মাশরুম প্রোডাক্ট ডাল বড়ি , মাশরুম পাঁপড় ,মাশরুম বিস্কুট তৈরী পদ্ধতি

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)