দেশি ,সোনালী ,ব্রয়লার মুরগির ঔষধ ও খাদ্য তালিকা

Didibhai Agrofarm
2
দেশি ,সোনালী ,ব্রয়লার মুরগির ঔষধ ও খাদ্য তালিকা

 মুরগি পালন গ্রাম শহর কম বেশি সর্বত্রই হয়ে থাকে ঘরোয়া এবং বাণিজ্যিক ভাবে। মুরগি পালন একটি লাভ জনক ব্যবসা তখনি হয় যখন উৎপাদন ঠিক রেখে খাদ্য ও ঔষধ খরচ কমিয়ে নিয়ে আশা সম্ভব হবে। দেশি ,সোনালী মুরগির খাদ্য চাহিদা প্রায় একই রকমের এদের সঠিক প্রোটিন ভিটামিন যোগে বাড়িতেই খাদ্য বানিয়ে খাওয়ানো হয়।  ব্রয়লার মুরগির ক্ষেত্রে প্রত্যেকটি দিন গুরুত্বপূর্ণ কারণ এদের উৎপাদন কম সময়ের মধ্যে সম্পূর্ণ করতে হয় তাই সঠিক সময়ে ঔষধ ,ভ্যাকসিন ,ভিটামিন ,প্রোটিন সরবরাহ করতে হয় তাহলে লাভবান হওয়া যায়। 

দেশি ,সোনালী ,মুরগি ডিম্ উৎপাদনের জন্যে শুরু থেকে শেষ পর্যন্ত ৩ টি পর্যায়ে হাতে তৈরী খাদ্য তালিকা এবং মাংস উপাদনের জন্যে  ব্রয়লার মুরগির সঠিক সময়ে ঔষধ ,খাদ্য ও বিভিন্ন ভিটামিন তালিকা উল্লেখ করা হয়েছে।  

    1. স্টার্টার ফিড তৈরী (প্রোটিন 20% এর অধিক )১দিন থেকে 6 সপ্তাহ পর্যন্ত

    ক্রমি.নং

    খাদ্য উপাদানের নাম

    পরিমান

    1

    গম ভাঙা /খুদ ভাঙা

    20 কেজি

    2

    ভুট্টা ভাঙা

    38 কেজি

    3

    রাইস ব্র্যান্ড বা ধানের 1 নং ভুসি

    10. 400 গ্রাম

    4

    সয়াবিন মিল

    22 কেজি

    5

    ফিশ মিল বা শুটকি গুঁড়ো

    6 কেজি

    6

    DCP বা ডাই ক্যালসিয়াম ফসফেট

    500 গ্রাম

    7

    ঝিনুক গুঁড়া/ডিমের খোসা 20মিনিট বয়েল করে শুকিয়ে তার গুঁড়ো

    1কেজি

    8

    সয়াবিন তেল (রান্না কার্যে ব্যবহৃত হয়)

    1 লিটার

    9

    লাইসিন

    100 গ্রাম

    10

    মিথিউনিন

    250 গ্রাম

    11

    কলিন

    250 গ্রাম

    12

    ভিটামিন প্রিমিক্স

    250 গ্রাম

    13

    টক্সিন ব্র্যাইন্ড

    250 গ্রাম

    14

    খনিজ লবন

    350 গ্রাম

    15

    মোট

    100 কেজি

     যে পরিমান খাদ্য তৈরী করবেন 7 দিনের মধ্যে তা শেষ করতে হবে ۔۔প্রয়োজন অনুযায়ী 50 বা 25 কেজি বানাতে পারেন ۔

    2.গ্রোয়ার ফিড ১৫% প্রোটিন, 7 সপ্তাহ থেকে 20 সপ্তাহ বয়স পর্যন্ত

    ক্রমি.নং

    খাদ্য উপাদানের নাম

    পরিমান

    1

    গম ভাঙা /খুদ ভাঙা

    25 কেজি

    2

    ভুট্টা ভাঙা

    42 কেজি

    3

    রাইস ব্র্যান্ড বা ধানের 1 নং ভুসি

    11. 400 গ্রাম

    4

    সয়াবিন মিল

    6কেজি

    5

    ফিশ মিল বা শুটকি গুঁড়ো

    2 কেজি

    6

    সরিষার খৈল

    10 কেজি

    7

    DCP বা ডাই ক্যালসিয়াম ফসফেট

    500 গ্রাম

    8

    ঝিনুক গুঁড়া/ডিমের খোসা 20মিনিট বয়েল করে শুকিয়ে তার গুঁড়ো

    1কেজি

    9

    সয়াবিন তেল (রান্না কার্যে ব্যবহৃত হয়)

    1 লিটার

    10

    লাইসিন

    100 গ্রাম

    11

    মিথিউনিন

    50 গ্রাম

    12

    কলিন

    100 গ্রাম

    13

    ভিটামিন প্রিমিক্স

    250 গ্রাম

    14

    টক্সিন ব্র্যাইন্ড

    250 গ্রাম

    15

    খনিজ লবন

    350 গ্রাম

    16

    মোট

    100 কেজি

    যে পরিমান খাদ্য তৈরী করবেন 7 দিনের মধ্যে তা শেষ করতে হবে ۔۔প্রয়োজন অনুযায়ী 50 বা 25 কেজি বানাতে পারেন ۔

     3.লেয়ার ফিড 16% প্রোটিন যুক্ত ,21 সপ্তাহের বয়স পর থেকে

    ক্রমি.নং

    খাদ্য উপাদানের নাম

    পরিমান

    1

    গম ভাঙা /খুদ ভাঙা

    19কেজি9.50 গ্রাম

    2

    ভুট্টা ভাঙা

    41 কেজি

    3

    রাইস ব্র্যান্ড বা ধানের 1 নং ভুসি

    13কেজি

    4

    সয়াবিন মিল

    10 কেজি

    5

    ফিশ মিল বা শুটকি গুঁড়ো

    2 কেজি

    6

    সরিষার খৈল

    10 কেজি

    7

    DCP বা ডাই ক্যালসিয়াম ফসফেট

    1 কেজি

    8

    ঝিনুক গুঁড়া/ডিমের খোসা 20মিনিট বয়েল করে শুকিয়ে তার গুঁড়ো

    1কেজি

    9

    সয়াবিন তেল (রান্না কার্যে ব্যবহৃত হয়)

    1 লিটার

    10

    লাইসিন

    50 গ্রাম

    11

    মিথিউনিন

    50 গ্রাম

    12

    কলিন

    100 গ্রাম

    13

    ভিটামিন প্রিমিক্স

    250 গ্রাম

    14

    টক্সিন ব্র্যাইন্ড

    250 গ্রাম

    15

    খনিজ লবন

    350 গ্রাম

    16

    মোট

    100 কেজি

     যে পরিমান খাদ্য তৈরী করবেন 7 দিনের মধ্যে তা শেষ করতে হবে ۔۔প্রয়োজন অনুযায়ী 50 বা 25 কেজি বানাতে পারেন ۔

    4.ব্রয়লার মুরগির ঔষধ এবং খাদ্য প্রয়োগের দৈনিক চার্ট-

    ব্রয়লার মুরগি পালনের ক্ষেত্রে এফ সি আর = মুরগির ওজন :পরিমান 

    এফ সি আর 1:1.8 কম হলেই ভালো। 

    অর্থাৎ 1কেজি 800 গ্রাম খাবার খেয়ে 1 কেজি ওজন উৎপাদন রাখা উচিত।

    বয়স

    ঔষুধ /খাবার

    কতদিন

    1 দিন

    কোনো খাবার নয় ,কেবল জল প্রতি লিটার জলে 10 গ্রাম ইলেকট্রাল বা গ্লোকোজ

    1 দিন

    2দিন থেকে  

    প্রতিদিন বেলার জলে অক্সিটেট্রাসাইক্লিন 5গ্রাম প্রতি 100 বাচ্চা পিছু

    4দিন

    2দিন থেকে

    প্রি স্টার্টার ম্যাশ 

    10দিন

     

    6দিন

    রানীক্ষেত রোগের F1 টিকা নাকে 1ফোটা

     

    1 দিন

    11 দিন

    প্রতিদিন 1 বেলার জলে ভিটামিন AD3 দিতে হবে 5 মিলি প্রতি 100 বাচ্চা পিছু

    3 দিন

     

    11 দিন থেকে 

    স্টার্টার ম্যাশ দিতে হবে 

    20 দিন

     

    15 দিন

    গামবোরো রোগের টিকা মুখে ফোটা

    1 দিন

     

    21 দিন

    প্রতিদিন 1 বেলার জলে ভিটামিন AD3 দিতে হবে 5 মিলি প্রতি 100 বাচ্চা পিছু

    3দিন

     

    25দিন

    রানীক্ষেত রোগের ল্যাসোটা টিকা নাকে ফোটা 

    একদিন

    31দিন

    প্রতিদিন 1 বেলার জলে ভিটামিন AD3 দিতে হবে 5 মিলি প্রতি 100 বাচ্চা পিছু

    3দিন

    31দিন থেকে

    ফিনিশার ম্যাশ   

    শেষদিন পর্যন্ত

     


    FAQ ( প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্নোত্তর )

    1.ব্রয়লার মুরগিকে কোন ভিটামিন দেওয়া হয়? 

    ভিটামিন AD3 অন্তত ৯ দিন সময়ে ভাগ করে দেওয়া হয়। 

    2.ব্রয়লার মুরগির খাদ্য রেশিও কত হলে কম খরচে ভালো উৎপাদন পাওয়া যায় ?

    ব্রয়লার মুরগি পালনের ক্ষেত্রে এফ সি আর = মুরগির ওজন :পরিমান 
    এফ সি আর ১:১.৮ কম হলেই ভালো। 
    অর্থাৎ ১ কেজি ৮০০ গ্রাম খাবার খেয়ে ১ কেজি ওজন উৎপাদন রাখা উচিত। 

    3.ব্রয়লার মুরগিকে কোন বয়সে কি খাদ্য দেওয়া হয় ?

    ব্রয়লার মুরগিকে ৩ টি পর্যায়ে ভিটামিন অনুযায়ী খাদ্য দেওয়া হয়। যথা-
    ২ দিন থেকে প্রি স্টার্টার ম্যাশ খাদ্য  ১০ দিন দেওয়া হয়। 
    ১১ দিন থেকে  স্টার্টার ম্যাশ খাদ্য  দিতে হয়   20 দিন বয়সে  পর্যন্ত। 
    ৩১ দিন থেকে ফিনিশার ম্যাশ  খাদ্য দিতে হয়  শেষ দিন পর্যন্ত।

    তথ্য সূত্র - 

    1.পশ্চিমবঙ্গ প্রাণী পালন বিভাগ। 
    2.বাংলাদেশ প্রাণী পালন বিভাগ। 
    আরও দেখুন -

    একটি মন্তব্য পোস্ট করুন

    2মন্তব্যসমূহ

    1. সোনালী মুরগীর জন্য কোন ভিটামিন ব্যবহার করবো

      উত্তরমুছুন
    2. ব্রয়লার মুরগির ২৫ দিন বয়স হলে আর জ্বর কমেনা এর কারণ কি হতে পারে

      উত্তরমুছুন
    একটি মন্তব্য পোস্ট করুন