গরুর রোগ সমাধানে প্রাণী চিকিৎসকদের পরামর্শ 2022

Didibhai Agrofarm
0
গরুর রোগ  সমাধানে প্রাণী চিকিৎসকদের  পরামর্শ 2022

গরু পালন কৃষির সাথে যতটা যুক্ত তার থেকেও বেশি যুক্ত গরুকে কেন্দ্র করে গড়ে উঠছে বিভিন্ন ধরণের ব্যবসা। কিন্তু গরু পালন করতে গিয়ে বিভিন্ন সময় গরুর বিভিন্ন রোগ হয় এবং সঠিক সমাধানের অভাবে অনেকে ক্ষতির সম্মুখীন হয়। তাই সঠিক সময়ে পশু চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী  সঠিক চিকিৎসা করলে গরুপালনকে লাভজনক করে তুলে যায়। সাধারণত গরুর ঘাঁ ,সাধারণ রোগ ও সংক্রামক কিছু রোগ হয়ে থাকে যেগুলির চিকিৎসা নিন্মে আলোচিত হইলো -

 

    A.গরুর কয়েকটি ঘাঁ এর চিকিৎসা 

    a.গরুর টাটকা ঘাঁ এর কি চিকিৎসা ?

    টিনচার আয়োডিন / মারব্রোমিন 2% মলম হিম্যাক্স / সোরিন দিনে 2 বার ঘা শুকানো পর্যন্ত 

    b.গরুর রক্তপড়া ঘা এর কি চিকিৎসা ?

    টিনচার বেঞ্জয়েন লাগিয়ে ব্যান্ডেজ করতে হবে|

    c.  গরুর পোকা পড়া ঘা এর কি চিকিৎসা ?

    তারপিন তেল দিয়ে ব্যান্ডেজ করে পরদিন থেকে ড্রেসিং তেল দিয়ে পরিষ্কার করে মলম দিতে হবে |

     d.গরুর চর্ম রোগের চিকিৎসা কি ?

    জেনসন ভায়োলেট 2% দিনে 1 বার ঘা শুকানো পর্যন্ত লাগাতে হবে |

      e.গরুর কাঁধে ঘাঁ হলে কি করণীয় ?

    আইভার ম্যাকটিন ইনজেকশন চামড়ার নিচে 3 দিন অন্তর 5 টা দিতে হবে 3 মিলি প্রতি ১০০ কেজি ওজনে |

    B.গরুর সাধারণ রোগ গুলি -

    1. গরুর  পেটে গ্যাস  এর চিকিৎসা  কি?

    • বাছুর ব্লুটোসিল / ব্লোটকন/ জেলসিল ৫০ মিলি করে এবং অক্সিটেট্রাসাইক্লিন ট্যাবলেট 1 টা 6 ঘন্টা অন্তর ২দিন খাওয়াতে হবে |
    • মাঝারি হলে  ব্লুটোসিল / ব্লোটকন/ জেলসিল 100 মিলি করে এবং অক্সিটেট্রাসাইক্লিন ট্যাবলেট 2টা 6 ঘন্টা অন্তর ২দিন খাওয়াতে হবে |
    •   বড়ো গরু  ব্লুটোসিল / ব্লোটকন/ জেলসিল 200 মিলি করে এবং অক্সিটেট্রাসাইক্লিন ট্যাবলেট 3টা 6 ঘন্টা অন্তর ২দিন খাওয়াতে হবে | 

    2. গরুর  পেটে খাদ্য জমা রোগের  চিকিৎসা কি?

    •  বাছুর হলে ম্যাগসালফ 50 গ্রাম আদা 25 গ্রাম জোয়ান 15 গ্রাম গরম জলে মিশিয়ে 6 ঘন্টা অন্তর খাওয়াতে হবে এবং পাতলা পায়খানা শুরু হলে ঔষধ বন্ধ করে দিতে হবে |
    •  মাঝারি  হলে ম্যাগসালফ 100 গ্রাম আদা 50 গ্রাম জোয়ান 20 গ্রাম গরম জলে মিশিয়ে 6 ঘন্টা অন্তর খাওয়াতে হবে এবং পাতলা পায়খানা শুরু হলে ঔষধ বন্ধ করে দিতে হবে |
    •  বড়ো গরু  হলে ম্যাগসালফ 200 গ্রাম আদা 100 গ্রাম জোয়ান 30 গ্রাম গরম জলে মিশিয়ে 6 ঘন্টা অন্তর খাওয়াতে হবে এবং পাতলা পায়খানা শুরু হলে ঔষধ বন্ধ করে দিতে হবে |

    3.গরুর পাতলা পায়খানা রোগের  চিকিৎসা কি?

    • হাইড্রোপোনিকহাইড্রোপোনিকছুর হলে ডাযারক / এস্ট্রিনেক্স/নেবলন 15গ্রাম এবংহাইড্রোপোনিক অক্সিটেট্রাসাইক্লিন ট্যাবলেট 1 টাহাইড্রোপোনিক দিনে 3 বার ২দিন ও তৃতীয় দিন কৃমির ঔষধ দিতে হবে |
    •  বাছুর হলে ডাযারক / এস্ট্রিনেক্স/নেবলন 20গ্রাম এবং অক্সিটেট্রাসাইক্লিন ট্যাবলেট 2 টা দিনে 3 বার ২দিন ও তৃতীয় দিন কৃমির ঔষধ দিতে হবে |
    • বাছুর হলে ডাযারক / এস্ট্রিনেক্স/নেবলন 30 গ্রাম এবং অক্সিটেট্রাসাইক্লিন ট্যাবলেট টা দিনে বার ২দিন ও তৃতীয় দিন কৃমির ঔষধ দিতে হবে 

    4.গরুর জ্বর এর চিকিৎসা কি?

    স্বাভাবিক তাপমাত্রা বাছুর 103 ডিগ্রি ফা: বড়ো 101 ডিগ্রি ফা : হলে প্রথম দিন প্যারাসিটামল ইনজেকশন ১২ ঘন্টা অন্তর |
    জ্বর না কমলে পরেরদিন থেকে প্যারাসিটামল (ম্যালক্সিকাম /নেমোসোলাইড / আইবোজেসিক)+এন্টিবায়োটিক (স্ট্রেপটোপেনিসিলিন /এনরোফ্লক্সাসিন /অক্সি )ইনজেকশন 12 ঘন্টা অন্তর 2 দিন বাছুর হলে 3-5 মিলি মাঝারি 7-10 মিলি ও বড়ো গরুকে 10-15 মিলি দিতে হবে |

     5. গরুর.সর্দি এর চিকিৎসা কি?

    এন্টিহিস্টামিন (এভিল /জিট/ক্লোরিল ) 12 ঘন্টা অন্তর  বাছুর হলে 3-5 মিলি মাঝারি 7-10 মিলি ও বড়ো গরুকে 10-15 মিলি দিতে হবে |

     6গরুর রক্ত প্রস্রাব এর চিকিৎসা কি?

    এটলের মাধ্যমে জীবাণু ছড়ায় ۔۔
    ঔষধ ۔۔۔বেরেনিল ইনজেকশন 1 বার 5 মিলি প্রতি ১০০ কেজি ওজনের জন্যে |

    7.গরুর লান প্রদাহ বা ঠুনকো রোগের  চিকিৎসা কি?

    ۔۔ 100 গ্রাম ম্যাগসলফ 2 লিটার গরম জলে নিংড়ে পালানে সেক দিনে 2 বার ১৫ মিনিট করে 3 দিন তারপর বাট টেনে দুধ বের করে বাতের বাটের ছিদ্রপথে পেনডিস্টিন / টাইলক্স ঢুকিয়ে পালান ম্যাসাজ করে দিতে হবে দিনে 2 বার করে 3 দিন |

     8. গরুর এটল রোগের  চিকিৎসা কি?

    ۔۔গরুর গায়ে এবং ঘরে এটোল হয় ۔۔
    গরুর গায়ে ব্যাটিকল / পোরন গরুর মাথা থেকে লেজ পর্যন্ত মেরু দণ্ড বরাবর চামড়া ভিজিয়ে দিতে হবে 2দিন স্নান করানো যাবে না এবং ঘর বুটেক্স 10 মিলি প্রতি লিটার জলে গুলি স্প্রে করতে হবে |

     9. গরুর  অরুচি হলে কি করণীয়  কি?

    ۔۔ভিটামিন বি - কমপ্লেক্স ইনজেকশন কনসিপ্লেক্স ১২ ঘন্টা অন্তর 2 দিন এবং রুচা মেক্স পাউডার 8 ঘন্টা অন্তর 2 দিন |

     10.গরুর দুগ্ধ জ্বর হলে করণীয়  কি?

    গাভীর গর্ভাবস্থার শেষ 7 দিন থেকে প্রসবের পর 7 দিনের মধ্যে শরীরে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এর  অভাবে গাভী শুয়ে পড়ে আর উঠতে পারে না |  মাইফেক্স বা ক্যালবরাল 1 সীরাতে ইনজেকশন করতে হবে |

     11.গাভী সময় মতো গরম না হলে করণীয়  কি?

    •  কৃমির ঔষধ খাওয়াতে হবে |
    • প্রতিদিন করে ভিটামিন এবং লবন 1 মাস
    • সপ্তাহে 1 দিন ভিটামিন এ ডি ইনজেকশন ভিটাসেপ্ট / ব্রিভিট 10 মিলি করে 4 সপ্তাহে 4 টা |
    •  সপ্তাহে একদিন গভীর ওভারি ম্যাসাজ করতে হবে |

     12. গাভী বার বার এ আই ফেল করলে কি করণীয় ?

    যেদিন থেকে গরম হবে সেদিন থেকে প্রতিদিন 20 মিলি করে অক্সিটেট্রাসাইক্লিন তরল বা ফ্লুরাজন তরল জরায়ুতে 3 দিন দিতে হবে |
    21 দিন পর গরম হলে এ আই করতে হবে |

    C.গরুর সংক্রামক রোগ 

    1.গরুর বদলা রোগের চিকিৎসা কি ?

    ব্যাকটেরিয়া জনিত বর্ষাকালে বাছুরের হয় |
    ক) জ্বর হয় হাটতে পারেনা |
    খ)পেশিতে পচন ধরে বজ বজ শব্দ হয় |
    ঔষধ ۔۔
    পেনিসিলিন ইনজেকশন 4 লাখ করে দিনে 3 বার 5দিন |

     2.গরুর গলাফোলা রোগের চিকিৎসা কি ?

    ব্যাকটেরিয়া জনিত রোগ ۔۔
    ক)  জ্বর হয় নিস্বাসে কষ্ট ও বিকট শব্দ হয় |
    ঔষধ ۔۔
    সালাফাডিমিডিন 33% সীরাতে ইনজেকশন 150 মিলি প্রতি 100 কেজি দেহের ওজনে দিনে 2 বার 2 দিন দিতে হবে |

    3.গরুর তড়কা রোগের চিকিৎসা কি ?

     
    ব্যাকটেরিয়া জনিত রোগ ۔۔ক) জ্বর হয় শরীর ফুলে যায় কাঁপুনি হয় |

     খ)পেশিতে টান ধরে 8 ঘন্টা পর মারা যায় |

    ঔষধ ۔۔

    পেনিসিলিন ইনজেকশন দিনে 3 বার 3 দিন দিতে হবে বাছুরকে 4 লাখ মাঝারিকে 20 লাখ বড়ো কে 40 লাখ দিতে হবে |

     4.গরুর এসো রোগের চিকিৎসা কি ?

    ভাইরাস জনিত রোগ ۔۔
    চিকিৎসা দিনে দুবার করে ঘা শুকানো পর্যন্ত ۔۔
    মুখে ۔ক)  পটাসিয়াম পারমেঙ্গানেট দিয়ে জলে দিয়ে মুখ ধুয়াতে হবে |
    খ) সোহাগাঢ় খৈ জিবে লাগাতে হবে |
    পায়ে ۔۔ক)  পটাসিয়াম পারমেঙ্গানেট জলে দিয়ে পা ধুয়াতে হবে |
     খ) মলম ( হিমাক্রো /ডারমানল ) ঘা এ লাগাতে হবে |
    রোগের প্রকোপ বেশী হলে এন্টিবায়োটিক ইনজেকশন দিতে হবে |

    5.গরুকে কি কি টিকা নিয়মিত করতে হয় ?

     সংক্রামক রোগ হলে ব্যাপক ক্ষতি হয় উৎপাদন কমে যায় ব্যাপকহারে  মারা যায় তাই সময় মতো প্রতি বছর কিছু টিকা প্রদান করা আবশ্যক ۔

    •   বদলা ,গলা ফোলা তড়কা রোগের টিকা বছরে 1 বার ,
    •  এসো রোগের টিকা বছরে 2 বার দিতে হবে |
    • বদলা গলা ফোলা ,এসো রোগের টিকা একত্রে পাওয়া যায়  ট্রায়োভ্যাক ۔ বছরে 2 বার দিতে হবে |

    6.গরুর কৃমি রোগের লক্ষন কি কি ?

    • কৃমি প্রাণীর গোপন শত্রু ۔۔খাবারের পুষ্টি খেয়ে নেয় এর ফলে ۔۔۔۔
    •  রোগা হয়ে যায় ওজন কমে যায় |
    • সময় মতো গরম হয় না এ আই ফেল করে |
    •  দুধ উৎপাদন কমে যায় পাতলা পায়খানা হয় |

    7.গরুকে কখন কৃমির ঔষধ খাওয়াতে হয় ?

    •  বাছুর 1 - 6 মাস বয়সে 15 থেকে 20 মিলি মাসে 1 দিন |
    •  বাছুর 7 মাস থেকে 12 মাস বেনডাজল 500 মিগ্রা: 3 মাস অন্তর |
    • বকনা 13 মাসের উপরে বেনডাজল 1 গ্রা: 3 মাস অন্তর
    •  বড়ো গরু সব বয়সের বেনডাজল  1গ্রা: 3 মাস অন্তর দিতে হবে |

    *বর্ষা কালে গরুকে চেপ্টা কৃমির ঔষধ অক্সিক্লোজানাইড ফেসকন /এনডেক্স খাওয়াতে হবে টা ট্যাবলেট প্রীতি 100 কেজি দেহের ওজনের জন্যে |

    তথ্য সূত্র -

    পশ্চিমবঙ্গ সরকার প্রাণী পালন বিভাগ । 

    আরও দেখুন -

    1. গাভী পালন সম্পর্কে সরকারি পশু চিকিৎসকদের গুরুত্বপূর্ণ পরামর্শ
    2. বিজ্ঞান ভিত্তিক হাসের বাচ্চা ব্রুডিং এবং বাসস্থান নির্মাণ পদ্ধতি
    3. হাসের ৩০ টি প্রধান রোগের লক্ষণ ও তার চিকিৎসা পদ্ধতি এবংহাসের ডাক প্লেগ ,ডাক কলেরা রোগ এর কারণ ও প্রতিকার 
    4. ডিম উৎপাদন বৃদ্ধি কিভাবে হবে ? হাসের ৯০% ডিম উৎপাদন জন্যে করণীয় ফর্মুলা গুলি কি ?
    5. মুরগীপালন পদ্ধতি । মুরগীপালন কিভাব শুরু করব । মুরগীর রোগের কারণ । মুরগীর রোগের চিকিৎসা।
    6. দেশি ,সোনালী ,ব্রয়লার মুরগির ঔষধ ও খাদ্য তালিকা
    7. শুকরের প্রজাতি ,রোগ ,খাদ্য ,বাসথান সম্পর্কে প্রাণী চিকিৎসকদের বিস্তারিত তথ্য
    8. আধুনিক ছাগল খামার গড়ে তুলতে প্রাণী পালন চিকিৎসকদের গুরুত্বপূর্ণ তথ্য-2022
    9. ছাগলের রোগ নির্ণয় করে চিকিৎসার সঠিক পরামর্শ দিচ্ছেন পশু চিকিৎসকরা
    10. পশুপালকদের জন্য কিষাণ ক্রেডিট কার্ড এর মাধ্যমে লোন দিচ্ছে

    একটি মন্তব্য পোস্ট করুন

    0মন্তব্যসমূহ

    একটি মন্তব্য পোস্ট করুন (0)