সার বিক্রির দোকানের লাইসেন্স এর অনলাইন আবেদন সহজ পদ্ধতি -পশ্চিমবঙ্গ

Didibhai Agrofarm
0

সার বিক্রির দোকানের লাইসেন্স এর অনলাইন আবেদন সহজ পদ্ধতি -পশ্চিমবঙ্গ

 বর্তমান সময়ে অনেকেই সার ব্যবসা চালু করতে চাচ্ছেন। কেউ আছেন যারা খুচরা ব্যবসা করবেন আবার কেউ আছেন যারা পাইকারি ব্যবসা করবেন।  কিন্তু এর জন্যে  সরকরি অনুমোদন অনিবার্য্য। অনেকেই আছেন যারা সার ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না কিভাবে চালু করবেন বা এর জন্যে কি কি যোগ্যতা লাগে। এখন এর জন্যে কোনো মধ্যস্থতা কারীর প্রয়জন নেই সব কিছু ঠিক থাকলে নিজেই করা যাবে আবেদন । ব্যবসাকে সহজতর করার জন্যে পশ্চিমবঙ্গ সরকার এখন সার এর লাইসেন্স বা নবীকরণের জন্যে অনলাইনে মাধ্যম চালু করেছেন।  এখন নিজেই বাড়ির নিকট সহজ তথ্য মিত্র কেন্দ্র বা সুবিসা থাকলে বাড়িতেই বসেই আবেদন  করতে পারবেন -

আবেদনের জন্যে জেনে নিতে হবে কি কি যোগ্যতা থাকা আবশ্যিক কত টাকা লাগবে কোন বিষয়ের উপর এবং কি কি ডকুমেন্ট লাগবে জেনে নিয়ে আবেদন করতে বসতে হবে এবং কি পদ্ধতিতে করতে হবে সব বিষয়ে সব বিষয়ে জানা যাবে  -এখন সার ব্যবসার জন্যে লাইসেন্স বের করা খুবই সহজ -

যোগ্যতা - নিন্মোক্ত যে কোনো একটি -

১।  স্নাতক -কৃষি

২। স্নাতক -রসায়ন 

৩। ডিপ্লোমা - ১ বছরের কৃষি /উদ্যানপালন 

৪/ অন্য কারো উপরোক্ত যোগ্যতার একটি 

বি দ্রঃ খুচরা ব্যবসার ক্ষেত্রে নিজেস্ব যোগ্যতা আবশ্যক কিন্তু সমিতি বা সংগঠন এর ক্ষেত্রে যেকোনো একজনের যোগ্যতা থাকলেই হবে। 


খুচরা সার দোকানের জন্যে প্রয়োজনীয় তথ্য আবেদনের জন্যে প্রয়োজন -


১। প্যানকার্ড 

২।  আধার কার্ড 

৩। ট্রেড লাইসেন্স কপি  গ্রাম পঞ্চায়েত / পৌরসভা 

৪।  নির্দিষ্ট দোকানের করে রশিদ 

৫। সেল পয়েন্ট /স্তর পয়েন্ট /উৎপাদন ইউনিটের জন্যে জমির করে রশিদ -ভূমিরাজস্য দপ্তর থেকে প্রাপ্ত 

পর্চা  বা জমির দলিলের কপি জেরক্স যেখানে প্রজেজ্য 

৬। চুক্তির অনুলিপি যদি চুক্তিতে হয় 

৭।  অনাপত্তি সংসা পত্রের নথি সেল পয়েন্ট /স্তর পয়েন্ট /উৎপাদন ইউনিটের জন্যে  যেখানে প্রজেজ্য 

৮। প্রয়োজনীয় ফী এর আসল  কপি (আর বি আই বা নির্দিষ্ট ব্যাংক এর চালান ) টি আর ৭ নং ফর্ম এ জমা দিতে হবে LOA পাওয়ার সময় বিজ্ঞাপিত কতৃপক্ষের কাছে যা ফেরত যোগ্য নহে। 

9।  প্রয়োজনীয় যোগ্যতার জন্যে সংসাপত্রের অনুলিপি ( ডিলারশিপদের জন্যে বাধ্যতা মূলক )

১০। সোর্স সার্টিফিকেট /o ফর্ম -পশ্চিমবঙ্গে ব্যবসা করার জন্যে কৃষিবিভাগ ,WB থেকে LO থাকা ডিলারদের থেকে প্রাপ্ত হতে হবে। 


নথি আপলোড এর জন্যে দরকারি আকার -

৫০ kb এর মধ্যে jpg হতে হবে 

সমস্ত নথি ৪০০ kb এর মধ্যে হতে হবে। 

দলিল বা পর্চার জন্যে ২ mb প্রজেজ্য হবে। 


অনলাইন আবেদনের জন্যে পশ্চিমবঙ্গ সরকারের মাটির কথা ওয়েবসাইট এ গিয়ে আবেদন করতে হবে। মাটির কথা তে গিয়ে অনলাইন লাইসেন্স সিস্টেম এ ক্লিক করলে আবেদন সম্পূর্ণ করা যাবে। 

আবেদন এর জন্যে এখানে ক্লিক করুন 

আবেদন এর এর পদ্ধতি জানার জন্যে ডাউনলোড করুন 

তবে সার খুচরা ও পাইকারি  এর লাইসেন্স এবং কীটনাশক বিক্রির লাইসেন্স আলাদা।  দুটোর জন্যে আলাদা আলাদা আবেদন করতে হয়। এছাড়াও সার উৎপাদন এবং বিক্রির লাইসেন্স পদ্ধতিটিও আলাদা এখানে শুধু খুচরা সার বিক্রির লাইসেন্স এর আবেদন বিষয়ে উল্লেখ করা হলো। 

আরও দেখুন 

ধনিয়া /ধনে পাতা চাষ পদ্ধতি বর্ষাকালে

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)