শিং মাছের রোগ প্রতিকার পদ্ধতি -

Didibhai Agrofarm
0
শিং মাছের রোগ প্রতিকার পদ্ধতি -

 পুকুরে বা ট্যাংক এ বিভিন্ন পদ্ধতিতে শিং  মাছের চাষ হয়ে থাকে অল্প ও অধিক ঘনত্বে কিন্তু চাষ করতে গিয়ে যে সমস্যার  সম্মুখীন হতে হয় সেটি হলো সিং মাছের রোগ যা সঠিক ভাবে সঠিক সময়ে চিকিৎসা করতে না পাড়ার কারণে চাষীকে বহু টাকার খবর শিকার হতে হয় এবং অনেক টাকাও খরচ হয় কিন্তু সঠিক টা না জানার কারণে কারণে ভুল চিৎসা হয়ে থাকে | শিঙ মাছের মূলত ৫ টি রোগ দেখা দিয়ে থাকে সেগুলি নিন্মে উল্লেখ করা হল ۔۔Treatment method of horn fish

/ সুর খোসে পড়া রোগ :--

এটি একটি ব্যাকটেরিয়া জনিত রোগ মূলত এটি খারাপ জলজ পরিবেশের কারণেই হয়ে থাকে এর কারণে  শিং  মাছের সুর খোসে বা ভেঙে পরে যায় ফলে শিং  মাছ জলে ভেসে থাকে এবং মারা যায় , শিং  মাছের সুর  শিং মাছের চলাচলের শক্তি বলা যেতে পারে সে কারণেই তা নষ্ট হয়ে গেলে মারা যায় |

প্রতিকার :--

এর প্রতিকার হিসেবে পুকুরে চাষ করলে কাঠা প্রতি ২ কিলোগ্রাম কিলোগ্রাম চুন জলে গুলে নিয়ে ছিটিয়ে দিয়ে নিচের নিচের মাটি ঘেটে দিতে হবে (জলের ঘনত্ব অনুযায়ী কম বেশি করতে হতে পারে চুন এর পরিমান ) এবং এক লিটার জলে ৫০-১০০  গ্রাম তুঁতের জলীয় জলীয় দ্রবণে আক্রান্ত মাছগুলোকে এক থেকে দুই মিনিট চুবিয়ে রেখে আবার ছেড়ে দিতে হবে |

/ পাখনা পচা রোগ :-

এটিও মূলত ব্যাকটেরিয়া জনিত রোগ এটি মূলত অস্বাস্থকর জলজ পরিবেশের কারণে হয়ে থাকে |এই রোগে আক্রান্ত হলে মাছের পাখনা গুলো পচে ভেঙে যায় বা খোসে পড়ে |

প্রতিকার :--

এই রোগের প্রতিকার ১ নং রোগ সুর খোসে পড়া রোগের মতোই |

আরও দেখুন -  পুকুরে দেশি মাগুর মাছের চাষ

/ পেট ফোলা রোগ :-

এটিও মূলত ব্যাকটেরিয়া জনিত রোগ এবং অস্বাস্থকর জলজ পরিবেশের কারণেই এই রোগ দেখা দিয়ে থাকে |

প্রতিকার :- 

পুকুরে জলে যথা সময়ে চুন প্রয়োগ করতে হবে এবং নিচের মাটি ঘেটে দিতে হবে এবং ২০ থেকে ২৫ গ্রাম পটাসিয়াম পারমেঙ্গানেট ১০ লিটার জলে গুলে আক্রান্ত মাছগুলোকে ২ থেকে ৩ মিনিট জুলে ডুবিয়ে রেখে পুকুরে ছেড়ে দিতে হবে | পুকুরে পরিপূরক খাদ্য প্রয়োগের সময় ২০ কিলোগ্রাম খাদ্যের সাথে ১ কিলোগ্রাম নিঁম খোল এবং ৫০ গ্রাম হলুদ গুঁড়ো মিশিয়ে খেতে দিতে হবে নিয়মিত |

/  সাদা গুটি বসন্ত রোগ :--

এটি একটি পরজীবী ঘটিত রোগ এটি হলে মাছের গায়ে যেমন পাখনা ও ফুলকোতে সামান্য লালচে গুড়ি গুড়ি গুড়ি দাগ দেখা যায় |

প্রতিকার :-

 নিয়মিত পুকুরে চুন প্রয়োগ করে তোলার মাটি ঘেটে দিতে হবে এবং  আক্রান্ত মাছগুলিকে প্রতি লিটার জলে ১৫ থেকে ২০ গ্রাম খাবার লবন মিশিয়ে তাতে ১-২ মিনিট চুবিয়ে জলে ছেড়ে দিতে হবে ও আবার ১০ দিন পর একই করতে হবে |

৫/ ক্ষয় রোগ বা ই .ইউ .এস রোগ :-

এটি একটি ভাইরাস জনিত রোগ এই রোগ প্রধানত শীতকালে দেখা দেয় জলজ পরিবেশ নষ্ট হয়ে যাওয়ার কারণে |

প্রতিকার :--

প্রতি কাঠা পুকুরে ৮০০ গ্রাম চুন এবং ৮০ গ্রাম কাঁচা হলুদ এর রস একত্রে মিশিয়ে জলে ছিটিয়ে দিতে হবে দুই বার | প্রথম বার দেওয়ার ৭ দিন পরে একই ভাবে |

আরও দেখুন - 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)