দ্রুত কম্পোস্ট সার তৈরী পদ্ধতি ۔

Didibhai Agrofarm
0
দ্রুত কম্পোস্ট সার তৈরী পদ্ধতি

জমিতে ফসলের ভালো উৎপাদন পেতে হলে জমিতে কম্পোস্ট সার এর ব্যবহার বাড়ানো উচিত কারণ ভালো উৎপাদন এর জন্যে জমিতে কার্বন এর খুব প্রয়োজন বর্তমানে আগাছা নাশক এবং রাসায়নিক প্রয়োগের ফলে জমির কার্বন শক্তি নষ্ট হয়ে গেছে ফলে ভালো ফলন হয় না | জমিতে ভালো ফলনের এর জন্যে অন্তত 1% এর অধিক কার্বন শক্তি থাকা প্রয়োজন তাই চাষের সময় কম্পোস্ট সার ব্যবহার করা প্রয়োজন | অনেকেই আছেন যারা সময়ের অভাবে তৈরী করতে পারেন না তাই খুব কম সময়ে কম্পোস্ট সার কি ভাবে তৈরী করে জমিতে ব্যবহার করা যায় তার পদ্ধতি আলোচিত হল ۔

 কম্পােস্ট তৈরীর পদ্ধতি

১। উদ্ভিদের সবুজ এবং শুকনাে অংশগুলি ভালােভাবে টুকরাে করুন। 

২। সমপরিমাণে পশুপাখীর টাটকা মলমূত্র এর সাথে মেশান।

৩।এবার এই মিশ্রণটিকে ১ মিটার লম্বা ও চওড়া জায়গায় ১ মিটার উঁচু করে সাজিয়ে রাখুন (এটাই সর্বোচ্চ মাপ)।

 ৪া গাদাটিকে প্লাস্টিক চাদর বা সারের বস্তা দিয়ে, কলাগাছের পাতা দিয়ে ঢেকে দিন। 

৫। ৩-৪ দিনে কম্পােস্ট গাদার ভেতরটা গরম হবে। যদি গরম ঠিকমত না হয় তাহলে আরও প্রাণীজ সার মেশান। 

৬।সেইদিনই পুরাে গাদাটাই ওলট পালট করে দিন যাতে করে সমগ্র অংশটাই ঠিকমত পচতে পারে।

.৭।তার দুদিন পরে আবার মিশ্রণটি ওলট পালট করে দিন। 

৮৷ ১৪-১৮ দিনের মধ্যে কম্পােস্ট ব্যবহার করা যাবে। জলাশয়ের আগাছা, কচুরীপানা এ কাজে লাগালে খুব ভালাে সার হয়।

আরও দেখুন 

আরও দেখুন - 


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)