বিজামৃত তৈরী ও ব্যবহার পদ্ধতি -

Didibhai Agrofarm
0
বিজামৃত তৈরী ও ব্যবহার পদ্ধতি

বীজান্মৃত যা জৈব পদ্ধতিতে বীজ শোধনের সবচেয়ে উত্তম উপকরন –

সঠিক এবং রোগ মুক্ত চাষ কার্যের প্রধান শর্ত বীজ শোধন করাটা খুব জরুরী বিষয় কারণ বীজ যদি জীবাণু মুক্ত না হয় তাহলে সেখান থেকে রোগ জমিতে গিয়ে বড় আকার ধারণ করে এবং সঠিক সময়ে অসানুরূপ অঙ্করদগম হয়না ও অসানুরূপ ফলনও  হয় না চাষের ক্ষতি হয় এবং পরবর্তীতে তা নিয়ন্ত্রণের জন্যে বিভিন্ন ভাবে টাকা খরচ হয় । 

বীজান্মৃত তৈরী করতে প্রয়োজনীয় উপকরন ---

  • 100 কেজি বীজ শোধনের হিসেব এ যা যা লাগবে তা বলা হয়ছে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা অনুপাত ঠিক করে নিবেন
  • জল 20 লিটার
  • দেশী গোমুত্র 5 লিটার
  • দেশী গোবর 5 কেজি
  • চুন 50 গ্রাম
  • বট পাকর গাছের গড়ার মাটি 50 গ্রাম

মিশ্রণ তৈরি -

উপরোক্ত সব কিছুকে এক সাথে মিলিয়ে নিয়ে ড্রামে এ ভাল করে ঘুলে নিয়ে একটি ছায়া জায়গায় 24 ঘণ্টা রাখতে হবে এবং এই 24 ঘণ্টায় দু টাইম 1 মিনিট করে মিশ্রণটিকে একটি লাঠি দিয়ে নাড়িয়ে দিতে হবে ।  24 ঘণ্টা পর একটি ব্যাবহার করা যাবে । 

ব্যাবহার – 

বীজ লাগানোর 24 ঘণ্টা আগে বিজামৃত দিয়ে দিয়ে ভিজিয়ে রেখে শোধন করতে হবে । 

উপকারিতা –

শোধনের ফলে বীজে থাকা রোগ জীবাণু নষ্ট হবে যেমন তেমনি বীজএর অঙ্কুরোদগম ভাল হবে সেই সাথে চারা লাগানোর  পূর্বে  চারার গোড়া 5 মিনিট ভিজিয়ে শোধন করে লাগলেও উপকার পাওয়া যায় । 

আরও দেখুন 

আরও দেখুন - 


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)