জৈব কীটনাশক অগ্নিঅস্ত্র কি ? কিভাবে তৈরি করবেন ? কিভাবে ব্যাবহার করবেন ? চাষের জন্যে কতটা লাভদয়ক ?

Didibhai Agrofarm
0
জৈব কীটনাশক অগ্নিঅস্ত্র কি ? কিভাবে তৈরি করবেন ? কিভাবে ব্যাবহার করবেন ? চাষের জন্যে কতটা লাভদয়ক ?

আপনার যারা ভাবছেন জৈব পদ্ধতিতে চাষ করে বিষমুক্ত খাদ্য খাবেন বা জৈব ভাবে চাষ শুরু করবেন তাদের জন্যে অগ্নিঅস্ত্র একটি খুব ভাল উপকারী শক্তি শালী কিটবিতারক হবে, যা তৈরি করলে 3 মাস পর্যন্ত ব্যাবহার করতে পারবেন এবং খরচ অনেক বাচবে , অনেকই যারা আজও কিটবিতারক ক্রয় করছেন বাজার থেকে  যার 50 ml এর মূল্য 150 টাকা নেয় কিন্তু বাড়ীতে তৈরি করলে মাত্র 2 টাকা খরচ করলেই হয়ে যাবে , মনে রাখতে হবে উৎপাদিত ফসলের দাম আমাদের হতে নেই কিন্তু খরচ  আমাদের হাতে  আছে তাই খরচ যত কমাবেন তত লাভবান হতে পারবেন , শেষ হাসি টা ঔষুধ কোম্পানী বা ডাক্তার নয় কৃষকই  হাসবে যদি জৈব ভাবে চাষ করে উৎপাদিত ফসল বিক্রি করতে পারেন এবং নিজের পরিবার কে খাওয়াতে পারেন , এখানে পুঙ্খানু পুঙ্খ ভাবে জৈব পদ্ধতিতে কিটবিতারক অগ্নি অস্ত্র প্রস্তুতির তথ্য তুলে ধরা হল -

আরো দেখুন  

পুকুরে সার প্রয়োগ করে প্রাকৃতিক খাদ্য তৈরি পদ্ধতি ,, জু প্লাংকটন,ফাইটো প্লাংকটন তৈরি পদ্ধতি

উপকরন --

  • দেশী গমুত্র 10 লিটার
  • দেশী নিমপাতা থেত 1 কেজি
  • রসুন থেত 250 গ্রাম
  • কাচা লঙ্কা থেত 250 গ্রাম
  • তামাক পাতা গুরু 250 গ্রাম
  • একটি গরম করার জন্যে মাটির হারি হলে ভাল না হলে অন্য কিছু নিতে পারেন

আমরা এখানে একটি পরিমাণ বললাম আপনার আপনাদের প্রয়োজন অনুসারে রেসিও মিলিয়ে প্রস্তুত করবেন

প্রস্তুতি ----

প্রথমে একটি পাত্রে গোমুত্র ঢেলে চুলোতে গরম করতে দিবেন এর পর তাতে সমস্ত উপকরন গুলি দিবেন এবং গরম করতে থাকবেন , গরম করতে থাকলে দুধের মতো ফেনা উঠতে থাকবে এইরকম করে একবার আগুনের আচ কমিয়ে একবার বাড়িয়ে 5 বার হয়ে গেলে সেটি কে নামিয়ে মুখ টি একটি কাপড়ের টুকরো দিয়ে ঢেকে নিয়ে একটি ছায়া জায়গায় 48 ঘন্টার জন্যে রেখে দিবেন , এর পর তা ছেকে নিয়ে বোতলে বা যারে ভরে রাখতে পারেন , এটি 3 মাস পর্যন্ত ব্যাবহার করতে পারেন. 

ব্যাবহার ----

প্রতি লিটার জলের সাথে 25 গ্রাম করে অগ্নি অস্ত্র মিশিয়ে স্প্রে করতে পারেন ,

উপকারিতা ---

 যেকোন ফল ছিদ্রকারী  পোকা তাড়ানোর জন্যে খুবই উপকারী , সাদা মাছি , এর জন্যে ভাল কাজ করে , বেগুন , লঙ্কা , টমেটো ভেনডি , বাধা কফি , ভুট্টা প্রভৃতি ফসলে ভাল কাজ করে , 7 দিন পর পর  ব্যাবহার করতে পারেন ,

মনে রাখবেন এতে কিন্তু পোকা মরবে না , পোকা আসবে না তার জন্যে ব্যাবহার করা হছে কারণ চাষে উপকারী এবং অপকারী দুই ধরনের পোকাই থাকে , কিন্তু রাসায়নিক কিট নাশক দিলে সবই মারা যায় ফলে পরাগ মিলন ঘটে কম তাই উৎপাদন কমে যায় সেই সাথে আমরা বিষাক্ত সবজি খেয়ে নিজের পরিবারের রোগ ডেকে এনে যে লাভ করেছি তার 40%টাকা ডাক্তার নিয়ে নেয় কিন্তু জৈব ভাবে প্রয়োগ করলে আপনার খরচ কম হয়ে লাভের 100 শতাংশ টাকাই থেকে যাবে পকেটে

আরও দেখুন 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)