পশুপালকদের জন্য কিষাণ ক্রেডিট কার্ড এর মাধ্যমে লোন দিচ্ছে

Didibhai Agrofarm
0
পশুপালকদের জন্য কিষাণ ক্রেডিট কার্ড এর মাধ্যমে  লোন দিচ্ছে


প্রকল্পটি পশুপালনে পালন খরচের নিশ্চিত করতে কিষানক্রেডিট কার্ডের মাধ্যমে পশুপালকদের স্বল্পসুদে প্রদান করা হয়।

 কারা আবেদন করতে পারেন

প্রাণী পালনের সাথে যুক্ত  নিজস্ব জমি / ভাড়া বা লিড নেওয়া জমি আছে। এমন ব্যক্তি, সেলফ হেল্প গ্রুপ। কী কী সুবিধা পাবেন ঃ

ক) স্পল্পসুদে (বর্তমানে ৭% বার্ষিক হারে) সর্বাধিক ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুযোগ , যার মধ্যে ১ লক্ষ ৬০ হাজার টাকার ঋণে। কোনও কো-ল্যাটারাল সিকিউরিটির প্রয়োজন নেই।

 খ) সময়ে পরিশোধে  করলে ৩% সুদের সমপরিমান টাকা ফেরৎযোগ্য

গ) কৃষিক্ষেত্রে ২ লক্ষ টাকা কেসিসি-ঋণ গ্রহণকারী কৃষক প্রাণীপালনের জন্য আরও ১ লক্ষ টাকা অর্থাৎ সর্বাধিক মােট ৩ লক্ষ টাকা কেসিসি ঋণ পেতে পারেন।

 আরও দেখুন 

আধুনিক ছাগল খামার গড়ে তুলতে প্রাণী পালন চিকিৎসকদের গুরুত্বপূর্ণ তথ্য-2022

কী কী নথি প্রয়োজন  

ক) পরিচয় সংক্রান্ত প্রমাণের জন্য আবেদনকারীর আধার কার্ড / ভোটার কার্ড / প্যান কার্ড।

খ) বাসস্থান সংক্রান্ত প্রমাণের জন্য আবেদনকারীর টেলিফোন অথবা ইলেকট্রিকের। সাম্প্রতিক বিল / সম্পত্তি করের রসিদের কপি (বিল বা রসিদ দু-মাসের বেশি পুরনাে নয়) / স্থানীয় পঞ্চায়েত, পৌরসভা বা সরকারি কর্তৃপক্ষের দেওয়া শংসাপত্র। গ) জমির নথি (যদি প্রয়োজন  হয়)। ঘ) সম্প্রতি তােলা আবেদনকারীর ২ কপি ছবি (৬ মাসের বেশি পুরোনো নয়)।

প্রাণী বিশেষে লোন এর পরিমাণ –

ক / গাভী পালন – দুটি উন্নত প্রজাতির গাভী পালনের ক্ষেত্রে 300 দিনের একটি উত্পাদন চক্রের জন্যে 67000 টাকা

খ / মুরগি পালন – 1000 টি ব্রয়লার মুরগি পালনের ক্ষেত্রে 40 দিনের ই টি উৎপাদন চক্রের জন্যে 175000 টাকা

/ ছাগল পালন 10 টি বাংলার কাল ছাগল এর ক্ষেত্রে 300 দিনের 1 টি  উৎপাদন চক্রের জন্যে 20000 টাকা

ঘ / শুকর পালন -4 টি উন্নত জাতের বা ঘুঙরু প্রজাতির শুকর পালনের ক্ষেত্রে 240 দিনের 1 টি উত্পাদন চক্রের জন্যে 41680 টাকা  .

 

বিশদে জানতে যোগাযোগ করুনঃ ব্রক প্রাণীসম্পদ বিকাশ আধিকারিকের দপ্তর অথবা দুয়ারে সরকার ক্যাম্প পশ্চিমবঙ্গ সরকার।

 আরও দেখুন 



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)