গাভী পালন সম্পর্কে সরকারি পশু চিকিৎসকদের গুরুত্বপূর্ণ পরামর্শ -

Didibhai Agrofarm
0

       গাভী পালন সম্পর্কে সরকারি পশু চিকিৎসকদের গুরুত্বপূর্ণ পরামর্শ - 2022



গোপালন এমন একটি ফর্মিং যার সাথে বিশাল বড় কর্মকাণ্ড যুক্ত ।  গরু থেকে প্রাপ্ত  দুধ এবং দুধ থেকে তৈরী বিভিন্ন খাদ্য সামগ্রী যেমন দই ,মিষ্টি ,খির ,পনির ইত্যদি পাওয়া যায়। এছাড়াও গরুর মূল বা গোবর ও মূত্র থেকে তৈরী বিভিন্ন সার ও কীটবিতারক চাষের কাজে ব্যবহৃত হচ্ছে এবং গোবর গ্যাস তৈরী হচ্ছে ও গোবর শুকিয়ে  জ্বালানি হিসাবেও ব্যবহৃত হয় । তাই গো পালন  যদি সঠিক ভাবে করা যায় তাহলে গরু থেকে প্রাপ্ত দ্রব্যাদি দিয়ে জীবনজীবিকা নির্বাহ করা সহজতর হয়ে উঠবে। ,


    1.গরু পালন এর প্রাথমিক জানার বিষয় -

    • গরু 22 বছর পর্যন্ত বেচে থাকে ।
    • গাভী বা বকনা বাছুর দু বছরে প্রথম গরম হয় ।
    • গাভী প্রসবের 3 মাস পর গরম হয় ।
    • গাভী 21 দিন অন্তর গরম হয় এবং 24 ঘণ্টা গরম থাকে এবং গরম হওয়ার 12 ঘণ্টা পর 24 ঘন্টার মধে এ আই করতে হয় ।
    • দেশী গাভীকে 100% এবং বিদেশী ও শংকর গাভীকে 50 % বিদেশী সারের বীর্য দিয়ে এ আই করতে হয় ।
    • বাচ্চা প্রসবের 2 মাস আগে থেকে গাভী দুধ দেওয়া বন্ধ করে দেয় ।
    • গাভী গর্ভকাল 280 দিন ।
    • গাভীকে প্রতিদিন স্নান করতে হয় ।
    • গোয়াল ঘরে সপ্তাহে একদিন জীবাণু নাশক স্প্রে করতে হয় ।

     2.ভারতে কি কি প্রজাতির গরু পাওয়া যায় :

    •  শাহীওয়াল গরু 8 কেজি দুধ দেয় । প্রথম বাচ্চা 3 বছর বয়সে দেয় । 15 মাস অন্তর বাচ্চা দেয় । বাচ্চা দেবার পর 12 মাস দুধ দেয় । গভীর ওজন হয় প্রায় 350-400 কেজি । দুধে ফ্যাট থাকে 5% এবং 10-12 কেজি দুধ দেয় ।
    • পাঞ্জাব গরু ও শাহীওয়াল গরুর মতই একই সব শুধু দৈহিক ওজন 300-350 কেজি হয় এবং গোবর 8-10 কেজি দেয় ।
    •  বাংলার গরু বা দেশী বলি যেটিকে 2 কেজি দুধ দেয় । প্রথম বাচ্চা দেয় 4 বছর বয়সে । বাচ্চা দেয় 2 বছর অন্তর । দুধ দেয় 8 মাস । দৈহিক ওজন হয় 150-200 কেজি। দুধে ফ্যাট থাকে 5.5% এবং গোবর দেয় 4-5 কেজি ।

      3.দেশে  কি কি প্রজাতির গরুপালন করা হয় :

    •   ইংল্যান্ড এর জার্সি গরু দৈনিক 18 কেজি দুধ দেয় । প্রথম বাচ্চা 30 মাস বয়সে দেয় । 15 মাস অন্তর বাচ্চা দেয় । বিয়ানে 12 মাস দুধ দেয় । দৈহিক ওজন 300 কেজি হয় । দুধে ফ্যাট থাকে 4.5% এবং 12 কেজি দুধ দেয় ।
    •  নেদার ল্যান্ডীও গরু হলস্টিন 24 কেজি দৈনিক দুধ দেয় । 30 মাস বয়সে প্রথম এবং এর পর 15 মাস অন্তর বাচ্চা দেয় । বাচ্চা দেবার পর 12 মাস দুধ দেয় । দৈহিক ওজন 400 কেজি হয় । দুধে ফ্যাট 3.5% থাকে এবং দৈনিক 10-12 কেজি গোবর দেয় ।
    • শংকর গরু এ আই এর মাধ্যমে যেটি হয় তা 10 কেজি দুধ দেয় । প্রথম বাচ্চা দেয় 3 বছর বয়সে এর পর 15 মাস অন্তর বাচ্চা দেয় । দুধ দেয় 12 মাস । দৈহিক  ওজন হয় প্রায় 300 কেজি । দুধে ফ্যাট থাকে 4.5% এবং 10-12 কেজি গোবর দেয় ।

    4.সংকর (CROSS ) গরুর জাতগুলি কি কি ?

    •  ভারতীয় গভীর কুজ বা কুকুদ থাকে বিদেশী গভীর থাকে না ।
    • জার্সি শাহীওয়াল শংকর গায়ের রঙ লাল, বড় চোখ ও ছোট কান থাকে ।
    •  জার্সি গির শংকর এর গায়ের রঙ লাল , বড় দোলায়মান কান থাকে ।
    •  হলস্টিন শাহীওয়াল শংকর গায়ের রঙ কাল সাদা ও ছোট কান হয় ।
    • হলস্টিন গির শংকর এর গায়ের রঙ কালো সাদা , বড় দোলায়মান কান থাকে 

    5.কি দেখে গাভী কিনতে হয় :-

    •   আবহাওয়া উপযোগী প্রজাতি , বিদেশী রক্ত যেন 62% এর নিচে থাকে ।
    • দাত দেখে 1 বিয়ান হয় 4 দাত , 2 বিয়ান হয় 6 দাত , 3 বিয়ান হয় 8 দাত । ( বিয়ান বলতে বচ্চা দিয়েছে বোঝানো হয়েছে )
    • গাভীর দুগ্ধ শির হবে মোটা ও আকা বাকা ।  পিছনের দু পায়ের মাঝখানের ব্যবধান বেশি থাকবে ।
    • দুধ দোহনের সময় দুগ্ধ ধারা মোটা ও নিরবিছিন্ন থাকবে তাই গাই কিনবার আগে তা দেখে এবং কতগুলি দুধ দেয় সামনে দাড়িয়ে দু বেলা দুধের পরিমাণ কেজিতে মেপে নিতে হয় ।

    6.গোপালনে গরুর বাসস্থান কেমন প্রয়োজন ?


    •  গোশলার উচ্চতা কমপক্ষয়ে 8 ফুট হতে হবে ।
    • বাতাস চলাচলের জন্যে যথাসম্ভব খোলা রাখতে হবে ।
    • গাভী পিছু কম পক্ষে 9 ফুট *4 ফুট জায়গা দিতে হবে
    • বকনা পিছু 8 ফুট * 4 ফুট জায়গা দিতে হবে ।
    • ঘরের মেঝে ও নর্দমার ঢাল 30 ফুটে অন্তত 1 ইঞ্চি ঢল দিতে হবে ।
    • প্রতি 15 দিন অন্তর বা 7 দিন অন্তর ঘরের উপর নিচ ও চারপাশে জীবাণু নাশক দিতে হবে ।
    •  গরমে প্রয়োজনে ফ্যান বাবহার করতে হবে ।
    •  যথা সময়ে গোবর তুলে ফেলতে হবে বাইরে ।

    7.গরু সংকরায়ন কিভাবে করে ?

     দুটি ভিন্ন প্রজাতির মিলনকে সংকরায়ন বলে ۔۔এর ফলে সৃষ্ট বাছুরকে সংকর বাছুর বলে |

     সংকরায়ন জন্যে  প্রজনন নীতি  ۔۔

    ক)  বাংলার স্থানীয় গাভীর সাথে বিদেশী জার্সি বা হলস্টিন, ভারতীয় শাহিওয়াল ,গির  সার গরু |

    খ) বাংলার স্থানীয় বা ভারতীয় গাভীর সাথে  বিদেশী জার্সি বা হলস্টিন |

     8.গরুর এ আই কিভাবে করে ?

    1.    সময় গরম হওয়ার ১২ ঘন্টা পর এবং ২৪ ঘন্টার মধ্যে |
    2.   ন্যালসানি স্বচ্ছ ও পাতলা |
    3. সিমেন দেশি গাভীকে ১০০% বিদেশী সিমেন ও সংকর গাভীকে ৫০% বিদেশী সিমেন |
    4.  তরল নাইট্রোজেন পাত্র থেকে স্ট্র নিতে হবে |
    5.  স্ট্র ৩৭ ডিগ্রি সেলসিয়াস এ উষ্ণ জলে ৪০ সেকেন্ড রেখে এ আই করতে হবে |
    6.   এ আই করার সময় যেমন এ আই গানে বা গভীর যোনি মুখে নোংরা না লেগে থাকে |
    7.   গাভী গরম হলে প্রাণী বন্ধুকে ডেকে এ আই করতে হবে |
    8.  হিমায়িত বীর্য স্ট্র এর গায়ে  ষাঁড়ের প্রজাতি লেখা থাকে |
    9. দেশি গাভীকে ১০০% বিদেশী ষাঁড়র সিমেন দিয়ে এ, আই করতে হবে | এবং সংকর গাভীকে ৫০% সিমেন দিয়ে এ আই করতে হবে |
     আরও দেখুন -  গরুর রোগ সমাধানে প্রাণী চিকিৎসকদের পরামর্শ

    9.গরুর দৈনিক খাদ্যতালিকায়  কি কি প্রয়োজন ?

     ৩০০ কেজি গাভীর ওজন হিসেবে খর 5 কেজি , সবুজ ঘাস সুটি জাতীয় 9 কেজি এবং অসুটিজাতীয় ২৫ কেজি , ম্যাস 2 কেজি দেহ ঠিক রাখার জন্যে এবং দুধের জন্যে প্রতি কেজি দুধে  ৫০০ গ্রাম এবং গর্ববতি হলে 1 কেজি | সেই সাথে দুগ্ধবতী গাভীর জন্যে প্রতিদিন দুপুরে ১০ লিটার জল + 200 গ্রাম গুড় +৫০ গ্রাম লবন + ৫০০ গ্রাম বেসন |

     ম্যাস খাদ্য তৈরী মিশ্রন আনুপাতিক হার ۔۔۔۔১০০কেজি হিসেবে

    গম ভুসি 28 কেজি +অরহর ১৫ কেজি + ভুট্টা গুঁড়া ৩০ কেজি +খৈল ১০ কেজি + মুগ চুনি ১৫ কেজি + লবন 2 কেজি এবং প্রতি১০০  কেজি ম্যাস এ ৫০০ গ্রাম ভিটামিন দিতে হবে |

    10.গরুর জন্যে কোন প্রজাতির ঘাস ভালো ? ۔


    •   অসুটি ৭% প্রোটিন হাইব্রিড নেপিয়ার ,ভুট্টা ,ওটস |
    •  সুটি ১৮% প্রোটিন সুবাফুল , গাইমুগ ,বারসিম |
    •  সবুজ ঘাসে বেশি পরিমানে ভিটামিন ও খনিজ লবন থাকে ফলে গাভী সময় মতো গরম হয় |
    •  দৈনিক প্রায় 1.5 কেজি দুধ বেশি দেয় |
    • বেশী দিন যাবৎ লাভজনক ভাবে দুধ দেয় |
    • রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ও দুধের গুণগত মান উন্নত হয় |
    • সবুজ ঘাসে ফাইবার বা আশ থাকে ভালো হজম ভাল হয় সাস্থ ভালো হয়  

    11.গর্ভবতী গাভী পালনের নিয়ম গুলি কি ?

    •    গাভীকে এ আই করানোর 3 মাস পর গর্ভ পরীক্ষা করতে হবে |
    •  গর্ভবতী গাভীকে প্রতিদিন 1 কেজি বাড়তি ম্যাস খাওয়াতে হবে |
    •   গর্ভবতী গাভী অসুস্থ হলে Dr. এর পরামর্শ নিয়ে চিকিৎসা করতে হবে |
    • গাভীকে প্রতিদিন ক্যালসিয়াম তরল অষ্টক্যালসিয়াম 100 মিলি করে খাওয়াতে হবে |
    •  6 মাস পর্যন্ত গর্ভবতী গাভীকে কৃমির ঔষধ ও টিকা দেওয়া যাবে |
    •  7 মাস পর গর্ববতী গভীর দুধ শুকিয়ে ফেলতে হবে ۔|

    12.দুগ্ধবতী গাভী পালনের নিয়ম গুলি কি ?

    •  বাচ্চা প্রসবের 7 দিনের মধ্যে মাইফেকস সীরাতে ইনজেকশন করতে হবে |
    •  প্রতিদিন খাবারে বা সর্বতে 30 গ্রাম করে ভিটামিন খ লবন দিতে হবে (এগ্রিসিমিন /কনসিমিন )
    • গাভীকে প্রতিদিন ক্যালসিয়াম তরল অষ্টক্যালসিয়াম দৈনিক ১০০ মিলি করে খাওয়াতে হবে |
    • প্রতিদিন দুপুরে শরবত খাওয়াতে হবে |
    •  3 মাস অন্তর 1 বোতল রিন্টোস সীরাতে ইনজেকশন করতে হবে |  বাচ্চা প্রসবের 1 মাস পর থেকে কৃমির ঔষধ বেনডাজল 1.5 গ্রাম করে 3 মাস অন্তর খাওয়াতে হবে |
    • বাচ্চা প্রসবের 3 মাসের মধ্যে গরম না হলে Dr. এর পরামর্শ নিয়ে ব্যবস্থা নিতে হবে |

    13.বাছুর পালনের নিয়ম গুলি কি ?

    •   জন্মানোর পর বাছুরের নাভি রজ্জু 2 ইঞ্চি নিচে কেটে সুতো দিয়ে বেঁধে দিতে হবে ۔۔
    • দিনে 2 বার করে নাভিতে আয়োডিন বা মারব্রোমিন বা লাল ঔষধ2% লাগাতে হবে 4 দিন  |
    • দিন থেকে 5 দিন 1 টা করে অক্সিটেট্রাসাইক্লিন টেবলেট খাওয়াতে হবে |
    •   বাছুরকে প্রতিদিন মায়ের দুধ খাওয়াতে হবে দেহের ওজনের ১০ ভাগের 1 ভাগ বা 1 থেকে দেড় কেজি  ৫-৬ বারে ভাগ করে |
    • ১৫ দিন বয়স থেকে পরিমাণমতো নরম ঘাস , খর ও ম্যাস দিতে হবে |
    •  ২১ দিন বয়সে কৃমির ঔষধ পাইপারজিন ১৫ মিলি খাওয়াতে হবে |
    •   1 মাস বয়স থেকে টিকা দেয়া শুরু করতে হবে |
    •  বাছুর দুর্বল হলে ভিটামিন এ ডি ইনজেকশন ভিটাসেপ্ট 2 মিলি করে 3 দিন অন্তর 5 টা বা এ ডি তরল ভাইমেরাল দৈনিক ১০ মিলি করে 20 দিন দিতে হবে |
    • একটা কথা মাথায় রাখতে হবে বাছুর ফার্মের ভবিষ্যৎ তাই সঠিক প্রজাতির হিমায়িত বীর্য দিয়ে এ আই করতে হবে |

    FAQ (প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্নোত্তর) 

    1.গরু কতদিন পর্যন্ত বেঁচে থাকে ?

    গরু 22 বছর পর্যন্ত বেচে থাকে ।

    2.গরুর গর্ভকালের সময় কতদিন ?

    গাভী গর্ভকাল 280 দিন ।

    3.গরু কতদিন বয়সে প্রথম গরম হয় ?

    গাভী বা বকনা বাছুর দু বছরে প্রথম গরম হয় ।

    4.গরু বাচ্চা প্রসবের কতদিন পর গরম হয় ?

    গাভী প্রসবের 3 মাস পর গরম হয় ।

    5.গাভী কতদিন অন্তর গরম হয় ?

    গাভী 21 দিন অন্তর গরম হয় 

    6.গাভী কতক্ষন গরম থাকে ?

    গাভী 24 ঘণ্টা গরম থাকে এবং গরম হওয়ার 12 ঘণ্টা পর 24 ঘন্টার মধ্যে এ আই করতে হয় ।

    7.গাভী এ আই করার নিয়ম কি ?

    দেশী গাভীকে 100% এবং বিদেশী ও শংকর গাভীকে 50 % বিদেশী সারের বীর্য দিয়ে এ আই করতে হয় ।

    8.গাভী কখন দুধ দেওয়া বন্ধ করে দেয়?

    বাচ্চা প্রসবের 2 মাস আগে থেকে গাভী দুধ দেওয়া বন্ধ করে দেয় ।

    9.ভারতে কি কি দুগ্ধজাত প্রজাতির গরু পাওয়া যায় ?

     শাহীওয়াল গরু 8 কেজি দুধ দেয় ।পাঞ্জাব গরু দৈহিক ওজন 300-350 কেজি হয় ।  ইংল্যান্ড এর জার্সি গরু দৈনিক 18 কেজি দুধ দেয় ।নেদার ল্যান্ডীও গরু হলস্টিন 24 কেজি দৈনিক দুধ দেয় ।শংকর গরু এ আই এর মাধ্যমে যেটি হয় তা 10 কেজি দুধ দেয় ।

    10.সংকর (CROSS ) গরুর জাতগুলি কি কি ?

    জার্সি শাহীওয়াল শংকর গায়ের রঙ লাল, বড় চোখ ও ছোট কান থাকে ।
     জার্সি গির শংকর এর গায়ের রঙ লাল , বড় দোলায়মান কান থাকে ।
     হলস্টিন শাহীওয়াল শংকর গায়ের রঙ কাল সাদা ও ছোট কান হয় ।
    হলস্টিন গির শংকর এর গায়ের রঙ কালো সাদা , বড় দোলায়মান কান থাক। 

    11.গরুর প্রথম টিকা কতদিন বয়সে দিতে হয় ?

    1 মাস বয়স থেকে টিকা দেয়া শুরু করতে হবে |

    12.গরুকে প্রথম কতদিন বয়সে প্রথম কৃমির খাওয়াতে হয় ?

     ২১ দিন বয়সে কৃমির ঔষধ পাইপারজিন ১৫ মিলি খাওয়াতে হবে |

    তথ্য সূত্র : 

     পশ্চিমবঙ্গ সরকার প্রাণী পালন বিভাগ ।

     আরও দেখুন 

     

    1. বিজ্ঞান ভিত্তিক হাসের বাচ্চা ব্রুডিং এবং বাসস্থান নির্মাণ পদ্ধতি
    2. হাসের ৩০ টি প্রধান রোগের লক্ষণ ও তার চিকিৎসা পদ্ধতি এবংহাসের ডাক প্লেগ ,ডাক কলেরা রোগ এর কারণ ও প্রতিকার 
    3. ডিম উৎপাদন বৃদ্ধি কিভাবে হবে ? হাসের ৯০% ডিম উৎপাদন জন্যে করণীয় ফর্মুলা গুলি কি ?
    4. মুরগীপালন পদ্ধতি । মুরগীপালন কিভাব শুরু করব । মুরগীর রোগের কারণ । মুরগীর রোগের চিকিৎসা।
    5.দেশি ,সোনালী ,ব্রয়লার মুরগির ঔষধ ও খাদ্য তালিকা
    6.শুকরের প্রজাতি ,রোগ ,খাদ্য ,বাসথান সম্পর্কে প্রাণী চিকিৎসকদের বিস্তারিত তথ্য
    7.আধুনিক ছাগল খামার গড়ে তুলতে প্রাণী পালন চিকিৎসকদের গুরুত্বপূর্ণ তথ্য-2022
    8. ছাগলের রোগ নির্ণয় করে চিকিৎসার সঠিক পরামর্শ দিচ্ছেন পশু চিকিৎসকরা
    10. পশুপালকদের জন্য কিষাণ ক্রেডিট কার্ড এর মাধ্যমে লোন দিচ্ছে

    11. মাছ চাষে পুকুরে চুন প্রয়োগের সঠিক পদ্ধতি ? কোন চুন কিভাবে কখন কতটা ব্যাবহার করলে মাছের ওজন ভাল হবে? দিদিভাই এগ্রোফার্ম

     

    একটি মন্তব্য পোস্ট করুন

    0মন্তব্যসমূহ

    একটি মন্তব্য পোস্ট করুন (0)